২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘The Dictator’ নামের একটা পলিটিক্যাল স্যাটায়ার কমিডি মুভি আছে। তো সেখানে ওয়াদিয়া নামক এক ‘মুসলিম’ দেশকে এক ডিক্টেটর বা একনায়ক শাসন করে। নাম তার আলাদিন। এডমিরাল জেনারেন আলাদিন। লোকে ডাকে সুপ্রিম লিডার। যেহেতু একনায়কতন্ত্রে সে একাই একশ, তাই সে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা পরিবর্তন করতে পারে। তা সেই একনায়ক করল কী - ওয়াদিয়ান ডিকশনারির নেগেনিভ-পজেটিভ, ভালো-মন্দ এই শব্দগুলোকে ‘আলাদিন’ দ্বারা পরিবর্তন করে দিল। দেখেন কান্ড! এই কারণে সাধারণ লোকজনের চরম পেরেশানি হতো। এক রোগী ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রোগীর টেস্ট রেজাল্ট দেখে তার কি সমস্যা হয়েছে তা বলছে।
- আচ্ছা, তা শুনুন মশাই, আপনার জন্য একটা 'আলাদিন' খবর আছে আর একটা 'আলাদিন' খবর আছে। কোনটা আগে শুনবেন?
রোগী একটু ইতস্তত বোধ করে বলল,
- আগে ‘আলাদিন’ খরবটাই বলুন।
ডাক্তার মুখটা ভারি করে বললেন,
- আপনি এইচআইভি 'আলাদিন'।
রোগি এ খবর শুনে হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না৷ তাই সে একবার হাসছিল, পরমুহূর্তেই আবার কাঁদছিল।
এবার আসি আমাদের দেশের অবস্থায়। এতবছরের যমুনা সেতু হয়ে গেল ‘বঙ্গবন্ধু’ সেতু। নতুন কোনো সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে, নামে 'বঙ্গবন্ধু’। নতুন কোনো সরকরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, নামে 'বঙ্গবন্ধু'। আবার শুনলাম ফরিদপুর মেডিকেল কলেজ নাকি 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে। কোন দিন না জানি দেশটার নামই 'বঙ্গবন্ধুদেশ' হয়ে যায়! ওয়াদিয়ার মতো হতে আর বেশি দেরি আছে বলে মনে হচ্ছে না।
কোনো এক কাল্পনিক দিনে দুই বন্ধুর কথোপকথন
- কিরে? কেমন আছিস?
- এই তো 'বঙ্গবন্ধু' আছি। তোর কি খবর?
- আমিও 'বঙ্গবন্ধু' আছি রে। আচ্ছা আজ না পরীক্ষার রেজাল্ট দিল? তোর রেজাল্ট কেমন হইছে?
- আরে ভাই আর বলিস না। রেজাল্ট খুবই 'বঙ্গবন্ধু' হইছে।
- থাক মন 'বঙ্গবন্ধু' করিস না৷ পরের বার 'বঙ্গবন্ধু' হবে। আমার রেজাল্টও তেমন একটা 'বঙ্গবন্ধু' হয়নি। আচ্ছা অমুকের কি অবস্থা?
- ওর কথা আর বলিস না। ছেলেটা আগে খুব 'বঙ্গবন্ধু' ছিল। এখন ছাএপিগের পোলাপানদের সাথে মিশে একেবারে 'বঙ্গবন্ধু' হয়ে গেছে। মাঝেমধ্যে দেখি রাস্তার মোড়ে ছাএপিগের পোলাপানগুলার সাথে দাঁড়িয়ে সুখটান দেয়।
- আচ্ছা, আজ যাই রে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। পরে কথা হবে। 'বঙ্গবন্ধু' থাকিস।
- তুইও 'বঙ্গবন্ধু' থাকিস।

0 Comments